শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ২৩ কোটি টাকার সুতা, কাপড় ও জুয়েলারি পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মালামাল রবিবার বিকেলে যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, একটি আমদানিকারক প্রতিষ্ঠান বিপুল অংকের শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে ৯ ফেব্রুয়ারি পণ্য আমদানি করে। বন্দরে পণ্য খালাস করে দু’টি কাভার্ড ভ্যানে শনিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে ভ্যান দুটি জব্দ করা হয়। তল্লাশি করে এতে আমদানি চালানের অতিরিক্ত বিপুল পরিমাণ মালামাল পাওয়া যায়।
Read More News