বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ গ্রেফতার

বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সকাল ৮টার দিকে তাঁকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় রওনা হয় র‍্যাব। এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে হেলিকপ্টারটি ঢাকায় তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।

আজ বুধবার ভোর ৫টা র দিকে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত এলাকার বেইলি ব্রিজের নিচ দিয়ে লবঙ্গবতী নদীপথে নৌকায় করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন সাহেদ। এ সময় তিনি জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন।

তখন আগে থেকে গোয়েন্দা নজরদারিতে রাখা সাহেদকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার বজলুর রশীদ। তিনি জানান, সাহেদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে র‌্যাব সদস্যদের ধস্তাধস্তি হয়। এ কারণে সাহেদের বোরকা ও প্যান্টে কাদা ভরে যায়। কয়েক দিন ধরে সাহেদকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে আসছিল। এর আগে র‌্যাব সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার পথ রুখতে তাঁর পাসপোর্ট জব্দ করে। অবশেষে চোরাপথে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হলো সাহেদ।
Read More News

গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়ে ছিলেন শাহেদ। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

মামলার আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ (৪৩), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ খান জুয়েল (২৮), হাসপাতালের কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২) এবং মাহবুব (৩৮)। দু`জনের নাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *