১৩ দিন হয়ে গিয়েছে সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছে ৷ তাঁর মৃত্যু নিয়ে অনেক জল্পনা চলছে তাঁর বিপুল সংখ্যক ভক্তরা মনে করেন তিনি কেন আত্মহত্যা করতে যাবেন? কেউ কেউ মনে করেন আবার বলিউডের স্বজনপোষণ নীতির ফলে অবসাদে ভুগেই মৃত্যু হয়েছে প্রিয় তারকার এমনও অনেকে মনে করেছেন ৷
সুশান্ত সিং রাজপুত বলিউডের এক উঠতি তারকা ছিলেন, লেখাপড়া, নাচ, গান, অভিনয়-সহ একাধিক বিষয়ে তাঁর যেমন গভীরতা ছিল, ঠিক তেমনই একই সঙ্গে দুই হাতে লিখতে পারতেন ও একসঙ্গে দুই হাত দিয়েই টেবিল টেনিসও খেলতে পারতেন৷
Read More News
এ এক বিরলতম কৃতিত্ব এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা ৷ ভারতীয় চলচ্চিত্রে যখন তিনি আস্তে উঠছিলেন ঠিক তখনই সবার মন ভারাক্রান্ত করে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত ৷ তিনি চলেও যাওয়ার পরে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ কোনও ভাবেইযেন ভক্তরা মানতে পারছেন না সুশান্ত সিং রাজপুত আর নেই ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে পাশ্চাত্য নৃত্য ব্যালে শিখছেন সুশান্ত সিং রাজপুত, বিদ্যুতের গতিতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে ৷
https://www.facebook.com/onedancemag/videos/308455086839374/?t=0