শুক্রবার মুক্তি পেয়েছে দিশা পাটানি, আদিত্য রয় কাপুর এবং অনিল কাপুর অভিনীত থ্রিলার ছবি মালাঙ্গ। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে রয়েছে রহস্য, রোমাঞ্চ, ভালোবাসার দারুণ মিশেল। এই ছবি ঘিরে তৈরি হয়েছিল দর্শকের উত্সাহ। প্রথম দিন বক্স অফিসেও তার সাড়া মিলল।
সারা দেশে ১৫ থেকে ২০ শতাংশ অক্যুপেন্সি পেয়েছে এই ছবি। তবে যে ধারার এই ছবি, বিশেষজ্ঞদের মত, তার আরও ভালো ওপেনিং পাওয়া উচিত ছিল। প্রথম দিনের বক্স অফিস কালেকশন ভালো হলেও, হিট হতে গেলে যে লক্ষ্মীলাভের প্রয়োজন তা সম্ভব হবে না, যদি না এই ছবি হাউসফুল উইকএন্ড পায়।
এদিন মালাঙ্গ ছাড়াও মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়ার ছবি Shikara। তবে এই ছবির প্রথম দিনের ফল একেবারেই ভালো না। মাত্র ৫ শতাংশ ওপেনিং পেয়েছে শিকারা।
Read More News
ছবি মুক্তির দিন বাবা অনিল কাপুরের Mr India-র একটি ছবির সঙ্গে মালাঙ্গ-এর একটি দৃশ্যের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সোনম কাপুর। শুভেচ্ছা জানান ছবির গোটা ইউনিটকে। একই সঙ্গে বাবার উদ্দেশে বলেন, তাঁর থেকেই জীবনে ভালো কাজ করার অনুপ্রেরণা পান।