অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী নতুন চমক নিয়ে আসছেন। সাংসদ হওয়ার পর এই প্রথম বাণিজ্যিক ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তিনি জুটি বাঁধছেন জিতের সঙ্গে। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ‘বাজি’র সুবাদেই এই প্রথম দেখা যাবে জিৎ এবং মিমি জুটিকে
প্রযোজনায় অভিনেতা জিৎ নিজেই। সিনেমার সিংহভাগের শুটিং হবে বিদেশে। সেইজন্যই প্রযোজক অভিনেতা জিৎ আপাতত সিনেমাটোগ্রাফারকে নিয়ে লন্ডনে রয়েছেন।
Read More News
লন্ডন থেকে ফিরেই নাকি অংশুমান ‘বাজি’র কাস্টিং চূড়ান্ত করবেন। এ ছবির মূল গল্প এক দক্ষিণী ছবির অনুকরণে লেখা হয়েছে। মিমি-জিতের ‘বাজি’র জন্য নতুন করে চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। এদিকে, সাংসদ হওয়ার পর পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ‘ড্রাকুলা স্যর’-এর মাধ্যমে বড় পর্দায় মিমির প্রত্যাবর্তন ঘটতে চলেছে। আপাতত পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত তৃণমূলের এই তারকা সাংসদ। রাজনীতির পাশাপাশি এবার তিনি শুটিং ফ্লোরেও দাপিয়ে বেড়াচ্ছেন। পর পর বেশ কয়েকটি বড় বাজেটের টলিউড ছবির অফার রয়েছে মিমির হাতে। ‘ড্রাকুলা স্যর’-এ অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধার পর এবার তাকে দেখা যাবে জিতের বিপরীতে।