রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ দেখতে চায় বাংলাদেশ। এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপের আহ্বান জানিয়েছে ঢাকা। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠকে এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সভাপতিত্বে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন ও লাও পিডিআরের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে ৬০ হাজার অতিরিক্ত অনুপ্রবেশ ঘটেছে। রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অগ্রাধিকার দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি ব্যাপক রোডম্যাপের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। মিয়ানমারে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আসিয়ান এবং অন্য প্রধান আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি সঠিক সময়ে রাখাইন রাজ্যের অর্থনীতি পুনর্গঠনসহ বাংলাদেশের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তারও প্রস্তাব দেন পররাষ্ট্র উপদেষ্টা।
Read More News
সীমান্ত এলাকায় চলমান সশস্ত্র সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক সংঘটিত অপরাধ; মাদক, অস্ত্র ও মানব পাচারের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনলাইন স্ক্যাম সেন্টারের অপরাধসহ আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও সীমান্ত সংস্থাগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সহযোগিতার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে চীন ও ভারতীয় প্রতিনিধিদলের প্রধানরা টেকসই আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য মিয়ানমারের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ার প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর আগে ব্যাংককে পৌঁছে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ থান সোয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখাসহ রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
Umiumi Affiliate News