করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইটগুলো বুধবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। রাজশাহী ও কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চালু হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আসন খালি থাকলে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবেন।
Read More News
এর আগে গত ৩ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
Umiumi Affiliate News