জিমে ঘাম ঝরাতে ব্যস্ত তাপসী পান্নু। লক্ষ্য শুধুই শরীরচর্চা নয়। নিজের পরবর্তী ছবি ‘রেশমি রকেট’-এর প্রস্তুতির জন্য উঠেপড়ে লেগেছেন তাপসী। এই ছবিতে এক জন অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে তাপসীকে।
Read More News
মঙ্গলবার নিজের জিম সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে, হালকা পিচ রঙা ট্যাঙ্ক টপে শরীরচর্চায় ব্যস্ত তাপসী। তাঁর এলোমেলো চুলগুলো একটা হালকা খোঁপায় আটকে রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জিমে ব্যাড হেয়ার ডে-গুলিকে এমনই দেখায়।’ তাপসীর এই পোস্টে তাঁর ‘মাসল’-এর প্রশংসা করেছেন অভিনেত্রী তিস্কা চোপড়া। এ ছাড়াও অনুরাগীরা অভিনেত্রীর পরিশ্রমে মুগ্ধ হয়ে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
https://www.facebook.com/taapseeofficial/photos/pcb.3707284586034878/3707284489368221
‘রেশমি রকেট’-এ নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। এক সাধারণ মেয়ের ছোট্ট গ্রাম থেকে উঠে অ্যাথলিট হওয়ার স্বপ্নপূরণের গল্প তুলে ধরবে এই ছবি। ২০২১ সালে মুক্তি পেতে চলেছে এই ছবি। এ ছাড়াও ‘লুপ লাপেটা’ ছবিতে দেখা যাবে তাপসীকে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত হিট জার্মান ছবি ‘রান লোলা রান’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে তাপসীর সঙ্গে দেখা যাবে তাহির রাজ ভাসিনকেও।