ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মারাত্মক অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পান দুঃসংবাদ।
এর আগে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হওয়ার পর প্রায় পুরোটা সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন সাকিব আল হাসান। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দেশে ফেরেন তিনি।
Read More News
ক্রিকেটে ফেরেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে। খেলছিলেন জেমকন খুলনার হয়ে। তার দল উঠেছিল ফাইনালেও। তবে শ্বশুরকে দেখতে ফাইনাল না খেলেই আবারও যুক্তরাষ্ট্রে ছুটে যান সাকিব।
উম্মে আহমেদ শিশিরের বাবা প্রয়াত মমতাজ উদ্দিনের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সাকিব পৌঁছানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এর আগে গেল সোমবার মারা যান সাকিবের ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।