ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছেন। আজ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফার্মগেট ফুটওভার ব্রিজ এবং এর আশেপাশে প্রায় দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে তিন ব্যক্তিকে পৃথকভাবে জরিমানা করা হয়।
Read More News
নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, আমাদের মেয়র সাহেব যথেষ্ট আন্তরিক। আমরা সবাই তার অধীনে একটি টিম হিসেবে কাজ করে চেষ্টা চালিয়ে যাব পুরো ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণকে একটি সুন্দর নগরী উপহার দেয়ার জন্য।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৫ নম্বর সেক্টর লেক ব্রিজের উপরে এবং এর আশেপাশ থেকে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।