মা হতে যাচ্ছেন পিয়া জান্নাতুল

দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আইনজীবী হিসেবেও নিজেকে তৈরি করেছেন তিনি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবাইকে জানান পিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি। তাঁর এই স্ট্যাটাসে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন পিয়াকে। তাঁর অনাগত সন্তানের জন্য ভালোবাসা প্রকাশ করছেন তাঁরা।

২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। সুখের সেই দাম্পত্য জীবন এবার কানায় কানায় পূর্ণ হতে চলেছে সন্তানের আগমনে।
Read More News

২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন চট্টগ্রামের মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভারচিত্রেও জায়গা করে নিয়ে দেশের মডেলিংয়ে অনন্য মাত্রা যোগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা। উপস্থাপক হিসেবেও পেয়েছেন সাফল্য। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনাও করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

https://www.facebook.com/jannatulpeyapage/photos/pcb.3656282651059420/3656282594392759

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *