বলিউডে সারা আলি খানের প্রথম কাজ ‘কেদারনাথ’। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে, এই ছবি দিয়েই বলিটাউনে পা রাখেন সাইফ ও অমৃতা কন্যা। এর পর রণবীর সিংয়ের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সারার ছটফটে অভিনয় মুগ্ধ করেছে সকলকে। সারা শুধু অভিনয় করতে ভালবাসেন এমন নয়, ঘুরতেও দারুণ ভালবাসেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। যেখানে নানা জায়গায় বেড়াতে গিয়ে ভিডিও বানিয়ে শেয়ার করেন তিনি।
সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের প্রথম সন্তান তিনি। এই দম্পতির বিচ্ছেদের পর মা অমৃতার সঙ্গেই থাকেন সারা। তবে বাবার সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল। নবাব পরিবারের একমাত্র নাতনি তিনি। সম্প্রতি সাইফের সঙ্গে নিজের একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন সারা। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেল থেকেই এই ছবিটি শেয়ার করেছেন তিনি।
Read More News
ছবি শেয়ার করে সারা লেখেন, “তুমি একমাত্র মানুষ যে শান্তি দেয়। তুমিই আমার ভালবাসা। তুমিই আমার মিকিমাউস। তোমায় ভালবাসি আব্বা।” এই পোস্ট শেয়ার হতেই ফ্যানেরা প্রশংসা শুরু করেছেন। সারার ছোট বেলার ছবি দেখে ফের একবার সকলে মুগ্ধ !
https://www.instagram.com/p/CCqPhQOpmU9/?utm_source=ig_embed