অভিমান করেই অভিনয় থেকে সরে এসেছি

সামরিক কর্মকর্তা থেকে অভিনেতা হয়েছিলেন হাসান মাসুদ। এর বাইয়ে গান গেয়েছেন, সাংবাদিকতাও করেছেন। তবে অভিনয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকার অবস্থায় হুট করে অভিনয় থেকে সরে গেছেন।

অভিনেতা হাসান মাসুদ অভিনয় ছেড়ে কেমন আছেন? গুলশান নিকেতন এলাকায় প্রায় এক সাধারণ হাসান মাসুদের দেখা মেলে। করোনার আগে একদিন বাসের জন্য অপেক্ষাও করতে দেখলাম। করোনার সময়ে কেমন আছেন?

আমি পরিবার নিয়ে রাজধানীর নিকেতনের থাকি। বেশ ভালোই আছি। স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার সংসার। উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ছেলে মাস কয়েক আগে বিদেশে পাড়ি জমিয়েছে। ছেলের জন্য মাঝেমাঝেই মন খারাপ হয়। এর বাইরে বই পড়া ও লেখালেখি করে সময় পার করছি।
Read More News

অনেকটা সময় ধরেই তো কাজ করেছি। প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম খুব। অভিনয় যে আর করবো না, তা কিন্তু না। ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাই। আর বলতে গেলে অনেকটা অভিমান করেই সরে এসেছি। সে অনেক কথা! সবকিছু বলতে চাই না। যখন দেখলাম আগের মত কাজ করে আরাম পাচ্ছি না তখনই নিজ থেকে সরে আসি। আর কাজ করার পেছনে অভিমানের পাল্লাটা বেশ ভারী।

কলকাতার একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কাজ করার কথা ছিলো? চুক্তিবদ্ধ হয়েছি। মার্চের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু তা তো আর করা গেলো না।

হাসান মাসুদ বরিশালে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি বি এ এফ শাহীন স্কুল, ঢাকা থেকে এস এস সি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। পরে তিনি বাংলাদেশ সামরিক একাডেমিতে (বিএমএ) ক্যাডেট হিসাবে যোগদান করেন। সফলভাবে বিএমএ পাস করার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন পান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন। হাসান ছোটবেলা থেকে গান গেয়ে আসছেন এবং তিনি ছায়ানট থেকে নজরুল সঙ্গীত-এর উপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *