করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ বিন আল সউদ । গত সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর চলছে।
আবার নতুন করে এই কারফিউর সময় পরিবর্তন করে আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত সৌদি আরবের মক্কা নগরী ছাড়া অন্যান্য স্থানে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময় ব্যক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ও এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে।
এ ছাড়া ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কা শহরস্থ মসজিদসমূহ ছাড়া অন্য সব মসজিদে জুমা ও অন্যান্য নামাজ জামাতে আদায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
Read More News
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সরকারি ও ব্যক্তিগত অফিস খোলা থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচল চালু থাকবে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করা যাবে সকাল ৬টা থেকে রাত ৮টার মধ্যে। এ ছাড়া আন্তদেশীয় বিমান চলাচল বন্ধ থাকবে। ২১ জুন থেকে স্বাভাবিক জীবনযাত্রা চালু থাকবে।