করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে, গৃহবন্দি সাধারণ মানুষ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লেন পুনম পান্ডে। লকডাউন ভঙ্গের অভিযোগে অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
লকডাউন ভেঙে নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তাঁর গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে পুনম পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।
গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর সংবাদ শিরোনামে এসেছিল। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী।
Read More News
ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২,১৭১ দাঁড়িয়েছে। রবিবার ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৭৭৯ জনের।