নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ১৪৯ বাংলাদেশির মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় মৃত প্রবাসী বাংলাদেশিরা হলেন হুমায়ুনুল আহমদ, বশির আহমদ, তাহেরা আক্তার জাহান, বুলবুল আহমদ ও জামাল উদ্দিন।
এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭৯ জন। নতুন করে আরও ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৪ হাজার ১৮৮।
Read More News
আর সারা বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৬৬ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৬০০ জন। মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৭৩ হাজার ৩৩ জন।