বলিউড অভিনেত্রী নিজের শরীর চর্চা নিয়ে সর্বদা খুবই সচেতন থাকেন, তা আলোচনার বিষয়বস্তুও বটে। শিল্পা শেট্টি তার সৌন্দর্য ও নাচের জন্য সর্বদাই প্রশংসা করার। সম্প্রতি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ৫ কোটির ৫ লক্ষের বার দেখা হয়েছে।
ভিডিওতে অভিনেত্রীকে ‘নাগিন’ গানের সাথে কোমর দোলাতে দেখা গেছে। ভাইরাল টিকটক ভিডিওতে শিল্পা একটি লাল রঙের শাড়ি পরেছেন। ৪৫ লক্ষের বেশি লাইকস পেয়েছে ভিডিওটি। সেই সাথে আছে হাজারো মন্তব্যের বন্যা।
ভিডিওটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে শিল্পাকে লাল শাড়ি পরে নাচতে দেখা গেছে আর দ্বিতীয় ভাগে তাকে দেখা গেছে একেবারেই অন্যরকম লুকে। তবে শাড়ি হোক বা শরীরের সাথে লেগে থাকে পোশাক, দুটিতেই শিল্পা অসাধারণ।
Read More News
শিল্পা শেঠী ‘হাঙ্গামা ২’ ও ‘নিক্কমা’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন। ‘হাঙ্গামা ২’-তে তিনি পরেশ রাওয়াল ও মিজান জাফরির সাথে কাজ করেছেন। অন্যদিকে ‘নিকম্মা’-তে অভিমন্যু দসানী ও শার্লি সেতিয়ার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।