মহিলা পাইলট গুঞ্জনের চরিত্রে অভিনয় করছেন জাহ্ণবী

গুঞ্জন সাক্সেনা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা পাইলট, কার্গিল যুদ্ধে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য়। যুদ্ধ চলাকালীন তিনি আহত ভারতীয় সেনাদের দায়িত্ব নিয়ে ফিরিয়ে আনতেন নিজেদের ডেরায়। তবে ফ্লাইট লেফ্টেন্যান্ট গুঞ্জনের মেয়েদ খুব বেশিদিন ছিল না। কারণ সেসময় সেনাবাহিনীতে ভারতীয় মেয়েদের সুযোগ ছিল অনেক কম। তবে আজ যখন গুঞ্জন দেখেন মেয়েরা তাঁদের আত্মবিশ্বাস নিয়ে উড়ে বেড়াচ্ছেন একপ্রান্ত থেকে আরেক প্রান্তে সেটাই তাঁকে আত্মতৃপ্তি দেয়।
Read More News

এই মহীয়সীর জীবন কাহিনীই এবার উঠে আসছে রুপোলি পর্দায়। গুঞ্জনের চরিত্রে অভিনয় করছেন জাহ্ণবী কাপুর। পরিচালক করন জোহার। এই কার্গিল কন্যার জন্মদিনেই একটি মন ছোঁয়া পোস্ট করলেন জাহ্ণবী। “শুভ জন্মদিন গুঞ্জন ম্যাম! আমাকে সাহসিকতার আসল অর্থ শেখানোর জন্য, কঠোর ও নিষ্ঠার সঙ্গে কাজ করার গুরুত্ব এবং আমাদের দেশের কয়েকশো মহিলার পথ প্রশস্ত করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শুধুমাত্র আমার অনুপ্রেরণা বা নায়ক নন। আপনার গল্প আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে সাহায্য করেছে এবং আশা করি বাকিদেরও একই ভাবে সাহায্য করবে ”।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে গুঞ্জন হিসেবে জাহ্ণবীর প্রথম লুক। এবার অপেক্ষা ট্রেলারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *