মাদক সাম্রাজ্যের ‘গডমাদার’ জেনিফার লোপেজ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য গডমাদার’ সিনেমায় আশির দশকের কলাম্বিয়ান কোকেন ব্যবসায়ী গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায় অভিনয় করবেন জেনিফার লোপেজ।
Read More News
‘কোকেন কাউবয়েজ’ ডকুমেন্টারির থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে এই ছবিটি। এদিকে গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে লুফে নিয়েছেন জেনিফার লোপেজ।
তিনি জানিয়েছেন, এই চরিত্রের প্রতি তার আগ্রহ ছিল আগে থেকেই। তাই সুযোগ হাতছাড়া করেননি। গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোকে অপরাধ জগত চিনে ‘লা মাদ্রিনা’ নামে। তিনি মায়ামি, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তার জীবনের উত্থান-পতন নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। সেই সাথে দেখানো হবে তিনি তার আশেপাশের পুরুষদেরকে কীভাবে মাদক ব্যবসা গড়ে তুলতে প্ররোচিত করেছেন সেই বিষয়গুলো।
Umiumi Affiliate News