প্রাক্তন প্রেমিকাদের প্রতি বড়ই যত্নবান সালমান খান। আর তাঁদের মধ্যে রয়েছেন সোমি আলি এবং সঙ্গীতা বিজলানি। ৯ জুলাই জন্মদিন ছিল সঙ্গীতার। পুরনো বান্ধবীর জন্যে তাই এই দিনটা আরও স্পেশাল করে তুললেন সালমান খান।
Read More News
বান্দ্রার বাড়িতেই বিলাসবহুল পার্টি দিলেন সালমান খান। জন্মদিনের পার্টির ছবি প্রকাশিত হল অনলাইনে। তারই মধ্যে একটি ছবিতে সঙ্গীতা ও সালমান খান সঙ্গে দেখা যাচ্ছে মনীষ বেহল, সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমানের বর্তমান গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুর। কালো স্ট্র্যাপ ড্রেসে গর্জাস লাগছিল সঙ্গীতাকে। উপস্থিত ছিলেন ডেইজি শাহও।

Umiumi Affiliate News