এসএসসি ২০১৯ সালের পরিবর্তে ২০১৮ সালের সিলেবাসে পরীক্ষা

মুন্সীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ৭৯ জন শিক্ষার্থী।
Read More News

পরীক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ এ.ভি.জে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ৬৮১ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন পরীক্ষার্থীর মাঝে ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থী পরীক্ষার হলের শিক্ষকদের জানানোর পরও তারা কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। পরীক্ষা শেষে কে. কে. গভ. ইন্সটিটিউট, মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে রাখে। খবর পেয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দারসহ তার কয়েকজন ম্যাজিস্ট্রেটকে পাঠান। এ সময় পরীক্ষার্থীদের অভিযোগ শুনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থী ও অভিভাবকরা বাড়ি ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *