বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ‘অ্যাঞ্জেলিনা জোলি’

বিচ্ছদের প্রায় বছর পূরণ হতে চললো হলিউডের আলোচিত অ্যাঞ্জেলিনা দম্পতির।ডিভোর্সের মামলা নিয়ে দৌড়াতে হয়েছে আদালতেও। সব মিলে কেমন ছিল সে দিনগুলো? এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আঞ্জেলিনা জোলি। কিন্তু ঠিক কী কারণে বা কার জন্য তাদের মধ্যে ছাড়াছাড়ি হলো, সেটা নিয়ে অনেকটা নিরব ছিলেন জোলি।

তবে বিচ্ছেদের পর লস ফেলিজের নতুন বাড়ির পরিবেশটা তার সন্তানদের জন্য বেশ কাজে দিয়েছে। এর ফলে তারা খুব দ্রুত পরিবর্তনটা মানিয়ে নিতে পেরেছে। জোলি আর ব্র্যাড পিটের ঘরে ছয়টি সন্তান রয়েছে। সন্তানদের সাহস নিয়েও বেশ উচ্ছ্বসিত সে। পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আইনিভাবে সন্তানদের দেখাশোনা করার ভার জোলির। ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়ানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে একটি নতুন বাড়িতে উঠেছেন জোলি। জোলি বলেন, তারা সত্যি বেশ সাহসী। তারা আমাদের ডিভোর্স নিয়ে মোটেও উদ্বিগ্ন ছিল না।
Read More News

এই দম্পতির একটু ভিন্ন ধাঁচের লাইফ স্টাইল তাদের সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে কোন বাঁধা হয়নি বলেও জানান জোলি। বরং এটা তাদের জন্য একটা সুযোগ।

জোলি বলেন, আমি যখন বেড়ে উঠছিলাম, তখন আমার মায়ের জন্য খুব দুশ্চিন্তা হতো। আমি চাই না আমার সন্তানেরাও আমার জন্য দুশ্চিন্তা করুক। আমি মনে করি, তাদের সামনে কান্না করার চেয়ে শাওয়ারের নিচে কান্না করা ভালো। তাদের জানা দরকার, সবকিছু ঠিকঠাক আছে, এ সম্পর্কে আপনি নিজে নিশ্চিত না হলেও।

বিচ্ছেদের বছরটা খুব সুখের যায়নি অ্যাঞ্জেলিনা জোলির। মুখের কিছু অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল। হাইপারটেনশনেও ভুগেছেন। চিকিৎসা করিয়ে এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ। কিন্তু ভয় পেয়েছিলেন সন্তানদের জন্য। তারা না আবার দুশ্চিন্তায় পড়ে যায়। ভ্যারাইটি, সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *