জার্মানিতে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন ‘ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন ৷ জার্মানির হামবুর্গে আয়োজিত জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতেই সেখানে পৌঁছান ট্রাম্প৷ কিন্তু সেখানে পৌঁছলেও তার থাকার জন্য হোটেলই পাওয়া গেল না ৷

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের জন্য অভিজাত হোটেল ঠিক করতে গিয়েই বিপাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা। ট্রাম্পের জন্য হোটেল করতে বুকিং দিতে দেরি হওয়াতেই বিষয়টি এই পর্যায়ে পৌঁছেচ্ছে। পছন্দসই হোটেলে নেই জায়গা৷ তবে এমন ঘটনা এবারই প্রথম নয় ৷

জার্মানির স্থানীয় সংবাদপত্র অনুযায়ী, শহরের কোনও অভিজাত বড় হোটেলে জায়গা না পাওয়ায় বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ট্রাম্প নিজেই বেশ কিছু বিলাসবহুল হোটেলের মালিক। তার হোটেল শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তবে জার্মানিতে ট্রাম্পের কোনও হোটেল নেই।
Read More News

সৌদি আরবের রাজা সাল্মান এবং তার কর্মকর্তারা হামবুর্গের দুটি বিলাসবহুল হোটেলে উঠেছেন, ফলে সেখানে এমনিতেই জায়গা নেই। তবে ট্রাম্প হামবুর্গের সিনেট হাউস এবং তার কর্মকর্তারা শহরে অবস্থিত মার্কিন বাণিজ্যিক দূতাবাসে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *