অবৈধ মদ রাখার ব্যাপারে ব্যাখ্যা দিতে বনানীর আলোচিত হোটেল রেইনট্রি কর্তৃপক্ষকে তলব করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু হোটেলটির মালিক শাহ মো. আদনান হারুন অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি। পরে আইনজীবীর মাধ্যমে আবেদন করে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য এক সপ্তাহের সময় পেয়েছেন।
Read More News
এক মাসের সময় আবেদন করলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সপ্তাহ সময় দেয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, রেইনট্রির মালিক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের সময় আবেদন করেন। কিন্তু অসুস্থতার কারণ দেখালেও তার পক্ষে কোনো প্রমাণ দাখিল করেননি। পরে ন্যায়বিচারের স্বার্থে তাঁকে ২২ মে পর্যন্ত সময় দেওয়া হয়। আগামী ২৩ মে শুল্ক গোয়েন্দায় হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।