পারমাণবিক পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

ফের উত্তর কোরিয়ায় আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিমানবাহিনীর ঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

মার্কিন এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র জো থমাস বার্তাসংস্থা এএফপিকে জানান, পরীক্ষাটি ছিল রুটিন টেস্ট। পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যে এই পরীক্ষার উদ্দেশ্য ক্ষমতা প্রদর্শন নয়।
Read More News

তবে এক বিবৃতিতে মার্কিন স্ট্রাইক কমান্ড জানিয়েছে, ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে মিনিটম্যান থ্রি নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার ২০০ মাইল ( ৬ হাজার ৭০০ কিলোমিটার) পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবতরণ করেছে। ওই অঞ্চলটি মার্শাল দ্বীপপুঞ্জের কাছাকাছি এবং মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *