আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের আগে অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘আলাপন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
গোপনীয়তা রক্ষা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানে সহায়তা করবে।
অ্যাপটি উদ্বোধনকালে জানানো হয়, অ্যাপ ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে। কথা বলার পাশাপাশি আলাপন অ্যাপে বার্তা আদান-প্রদানসহ ইনস্ট্যান্ট ম্যাসেজিং এবং নথি আদানপ্রদানের সুযোগও পাবেন তাঁরা। এই অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের অবস্থানও জানা যাবে। কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সরকারি সেবার মান বাড়াতে এই অ্যাপ চালু করছে সরকার।
Read More News
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)-এর উদ্যোগে আলাপন অ্যাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।