পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ শুরু হচ্ছে । ডিসেম্বর পর্যন্ত ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চললেও বেশির ভাগ পরীক্ষা হবে অক্টোবর ও নভেম্বর মাসে।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।
Read More News
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট, কুয়েক ও রুয়েটের পাশাপাশি চট্টগ্রাম, কৃষি এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা অক্টোবরে। খুলনা, কুষ্টিয়া, বরিশাল, রংপুর, সিলেট, যশোরসহ কুয়েট, চুয়েট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, পটুয়াখালী ও পাবনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।