বিশ্বখ্যাত মার্কিন ডিজাইনার মাইকেল কোর এবার স্মার্টওয়াচ বাজারে প্রবেশ করলেন। সম্প্রতি তার ডিজাইন করা দুটি স্মার্টওয়াচ বাজারে এসেছে। ঘড়ি দুটি অ্যান্ড্রুয়েড অপারেটিং সিস্টেম চালিত। মাইকেল কোর ডিজাইন করা দুটি স্মার্টওয়াচের মধ্যে একটি নারীদের জন্য। অপরটি পুরুষদের জন্য তৈরি করা হয়েছে। নারীদের জন্য তৈরি স্মার্টওয়াচটিতে স্বর্ণের আবরণ দেওয়া হয়েছে। আর পুরুষদের জন্য তৈরি স্মার্টওয়াচটিতে স্পোর্টি ব্ল্যাক লুক দেওয়া হয়েছে। স্মার্টওয়াচ দুটির দাম ধরা হয়েছে ৩৯৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩০ হাজার ৯১৯ টাকা। স্মার্টওয়াচ দুটি আইফোন ও অ্যান্ড্রুয়েডের সঙ্গে সিঙ্ক করা যাবে। এগুলোর মূল ফিচার হচ্ছে ডিসপ্লে ফেসেস। এগুলোর রিস্টব্যান্ড চামড়া অথবা সিলিকন পরিবর্তনযোগ। এসব স্মার্টওয়াচে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, বার্তা, ই-মেইল অ্যালার্ট, অ্যাপ নটিফিকেশন পাওয়া যাবে। এছাড়া স্মার্টওয়াচ দুটিতে রয়েছে বাইল্ট-ইন ফিটনেস ট্রেকার। স্মার্টওয়াচ দুটি গুগলের ভয়েস কমান্ডও সমর্থন করবে।
Read More News
খবর টাইমস অব ইন্ডিয়ার