লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ চলাকালে চার বাংলাদেশি নিহত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রবিবার দুপুর ৩:৩০ মিনিটের কাছাকাছি সময়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
Read More News
নিহতদের মধ্যে তিনজনের নামও প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। এরা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন ও মো. হাসান। প্রতিমন্ত্রী লিখেছেন, ‘ত্রিপোলিতে আমাদের অ্যাম্বেসি প্রয়োজনীয় কাজগুলো করছে।’
২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মাম গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চলছে চরম বিশৃঙ্খলা। একেক বাহিনী দেশটির একেকটি অংশের নিয়ন্ত্রণ করছে। যুদ্ধ চলছে প্রতিদিনই।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা গত শুক্রবার ত্রিপোলির একটি বাজার থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে দেশে তাদের স্বজনদের কাছে খবর এসেছে। এরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরগাও গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুজ্জামান রাসেল (২৪) ও মুন্সীগঞ্জের রিপন (২২)।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিবাদমান দুইপক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।’