কিউবায় প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক সফর

ঐতিহাসিক এক সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন কিউবায় রয়েছেন। দীর্ঘ ৮৮ বছরের মধ্যে এটিই মার্কিন কোনো রাষ্ট্রপতির কিউবায় সফর। সফরে ওবামা কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সংস্কারসহ বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া ওবামা এবং রাউল কাস্ত্রো একসঙ্গে নৈশভোজ করবেন, যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার প্রতি যে নরম মনোভাব পোষণ করছে হাভানায় ওবামার এ সফর তারই এক চূড়ান্ত নমুনা।   এদিকে হাভানায় পৌঁছে ওবামা নিজের একাউন্ট থেকে টুইট করেছেন। এতে লিখেছেন- ‘কিউবার মানুষদের সঙ্গে দেখা করে সরাসরি জানার একটা আগ্রহ রয়ে গেছে।’ অপরদিকে ওবামা কিউবায় পৌঁছার মাত্র ঘন্টাখানেক আগেও বিক্ষোভ করেছে দেশটির কিছু মানুষ। তারা ওবামার সফরের প্রতিবাদে মিছিল করেছে। এ সময় বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষকরা জানায়, মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফরে ইউএস-কিউবা সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এবং উভয় দেশই এতে লাভবান হবে।
Read More News

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *