যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার দ্বিতীয়বারের মতো গ্রামি পুরস্কার পেলেন। `একটি পূর্ণ জীবন : নব্বই এর প্রতিচ্ছবি` শীর্ষক তার স্মৃতিকথা মূলক বইয়ের অডিও সংস্করণের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সোমবার গ্রামি পুরস্কারের বিচারকরা তার নাম ঘোষণা করেছেন।
Read More News
৯১ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত মাসে তিনি ক্যান্সার থেকে মুক্ত হন বলে ঘোষণা দিয়েছেন তার চিকিৎসকরা।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্টারের স্মৃতিকথা মূলক বই `একটি পূর্ণ জীবন : নব্বই এর প্রতিচ্ছবি` গত জুলাইয়ে বাজারে আসে। বইটিতে কার্টারের ক্ষমতায় থাকাকালীন ও অবসরের পরে ব্যক্তিগত জীবনের নানা প্রতিচ্ছবি উঠে এসেছে।
বেস্ট স্পোকেন ওয়ার্ড ক্যাটেগরিতে দ্বিতীয়বারের মতো কার্টার এ পুরস্কার পেলেন। এর আগে ২০০৭ সালে যৌথভাবে গ্রামি পেয়েছিলেন তিনি। সে সময় `আমাদের বিপদগ্রস্ত মূল্যবোধ : আমেরিকার নৈতিক সংকট` বইয়ের জন্য অসি ডেভিস এবং রুবি ডির সঙ্গে যৌথভাবে গ্রামি পান তিনি।