বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো দুর্নীতির মামলাটি বৈধ বলে দেয়া হাইকোর্টের রায়ের পূর্ণ অনুলিপি প্রকাশ হয়েছে। এর ফলে এ মামলায় আগামী দুই মাসের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৫ আগস্ট সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। আজ সোমবার পূর্ণ রায় প্রকাশ করা হলো। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আপিল বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী দুদক এই মামলায় ওই সময় যে অনুমোদন দিয়েছিলে তা আইন ও বিধি মোতাবেক ছিল। একই সাথে ফৌজাদারি মামলা রিটে চ্যালেঞ্জ করা যায় না বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রাথমিক কিছু উপাদান রয়েছে, তাই এটি বাতিলের প্রশ্নই আসে না। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এর ফলে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নিম্ন আদালতে এই মামলাটি চলতে আর কোনো বাধা নেই। তবে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশ্যই নিম্ন আদালতে যাবেন বেগম জিয়া। একই সাথে এর বিরুদ্ধে আপিলও দায়ের করা হবে।
Read More News